বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সহযোগী অধ্যাপক মো. তাবিউর রহমান প্রধান।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নির্দেশে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ তথ্য জানানো হয়।
জানা যায়, গত ১০ মার্চ থেকে নানা ধরনের জটিলতা থাকায় বিভিন্ন সময়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনসহ বিভাগের বেশ কয়েকজন শিক্ষককে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু জটিলতার নিরসন না হওয়ায় তাঁরা কেউই দায়িত্বে বহাল থাকেননি।
সর্বশেষ সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের বিশেষ ক্ষমতাবলে বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমাদকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া হলেও গত আগস্টে তিনি পদত্যাগ করেন।
এরপর বুধবার বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী ব্যক্তিগত উদ্যোগে সংকট নিরসনের লক্ষ্যে বিভাগের সকল শিক্ষকের সঙ্গে কয়েক দফা আলোচনা শেষে বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. তাবিউর রহমান প্রধানকে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দেন।
বিভাগের একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, বিভাগীয় প্রধান নিয়োগ নিয়ে জটিলতা থাকায় ছয় মাসেরও বেশি সময় ধরে বিভাগের একাডেমিক ও অন্যান্য কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় বাড়ছিল সেশনজটের আশঙ্কা। এমতাবস্থায় মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর হস্তক্ষেপে সংকট দূরীকরণে যে সিদ্ধান্ত দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানাই।
এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্য দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রধান তাবিউর রহমান বলেন, “সাবেক উপাচার্য আমাকে দীর্ঘদিন আমার অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিলেন। বর্তমান উপাচার্য স্যার এসে বিভাগ ও শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে এই স্বচ্ছ সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সর্বদা বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়কে নিয়ে কাজ করতে সচেষ্ট।”
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss