শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ৮১ জন প্রধান শিক্ষক ও ৫১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য। শিক্ষক সংকট থাকায় পাঠদান ও অফিসিয়াল কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, মোট ১৬২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই উপজেলায়। তাতে ১৬২ জন প্রধান শিক্ষক ও ৮৬৭ জন সহকারী শিক্ষকের পদ রয়েছে। এর মধ্যে ৭০ জন প্রধান শিক্ষক ও ৫১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য।
তবে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকা বিদ্যালয়গুলোতে একজন সিনিয়র সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কয়েকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, তাদেরকে অনেক সময় পাঠদান বন্ধ রেখে অফিসিয়াল কাজের জন্য উপজেলা শিক্ষা অফিসে যেতে হয়। যার ফলে শিক্ষার্থীদের সেই দিনটিতে ক্লাসে পাঠদান করা সম্ভব হয় না। অপরদিকে যেসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ শূন্য সেই বিদ্যালয়ের অন্য শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হয়। শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া অতি জরুরি বলে তারা মনে করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার জানান, শূন্য পদে শিক্ষকের তালিকা তিনি জেলা প্রথমিক শিক্ষা অফিসে পাঠিয়েছেন। নতুন শিক্ষক নিয়োগ পেলেই এই সমস্যা দূর হবে।