কয়রা উপজেলা প্রতিনিধি, বিএম আলামিন ইসলাম:
(২৫) সেপ্টেম্বর সকাল ( ১১) ঘটিকার সময় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূয়র_ডরপ এর আয়োজনে হেলভেটাস বাংলাদেশর সহযোগিতায় ইনক্রিজিং এ্যক্সেস ইমপ্রুভড ওয়াশ সার্ভিসেস ইন বাংলাদেশ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডরপ উপজেলা কোঅডিনেটার পিন্টু চন্দ্র দাস। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কয়রা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন পরিত্যক্ত খাস পুকুর এবং পি এস এফ এর প্রবেশাধিকার নিশ্চিত করেন বক্তব্য রাখেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহম্মেদ এসময় উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট অফিসার ইস্তিয়াক আহমেদ (DPHE)।
মশিউর রহমান অপূর্ব রায় জাকিরুল ইসলাম ও সাংবাদিক সচিব ও প্রেস ক্লাব ও শিক্ষাক প্রতিনিধি কাজের মনিটারিং মা ও সংসদ স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী ও যুব গ্রুপ প্রমুখ।