মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বাড়ির পাশের ডোবাতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিকুর রহমান ফরিদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ।
মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে পৌর শহরের জোলা গাড়ি হরল্লাখুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পাবনার কাশিনাথপুর এলাকার ছগির উদ্দিন শেখের ছেলে। তিনি প্রায় ২২ বছর যাবত বিরামপুরের এই এলাকায় বসবাস করে আসছিলেন।
বিরামপুর পৌরসভার পৌর কমিশনার নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতের ভাগ্নে আরিফুল জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশে একটি ডোবাতে বিদ্যুৎ চালিত মোটর দিয়ে পানি ওঠানো চলছিল। এ সময় হঠাৎ করেই বিদ্যুতের সুইচের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি । পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, সেখানে পুলিশ উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
নিহতের পরিবারের সঙ্গে কথা বললে পরিবারের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss