শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় ট্রাক চাপায় মশিউর রহমান (৫৮) নামে একজন স্কুল শিক্ষক ঘটনাস্থলেই মারা গেছেন। গতকাল ২৩ সেপ্টেম্বর(সোমবার) বিকেল সোয়া ৫ টার দিকে বগুড়া সদর উপজেলার শহরতলী মাটিডালী বিমান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত মশিউর রহমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
তিনি বুড়িগঞ্জ ইউনিয়নের পলিগাছি গ্রামের ওছমান সরদারের ছেলে। এবং বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন জামান, মশিউর রহমান বগুড়া জেলা শহরের বৃন্দাবনপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। তিনি বিকেল সোয়া ৫টার দিকে মাটিডালী বিমান মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মশিউর রহমান মারা যান।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক(এসআই)আব্দুর রহিম জানান,পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কজেল(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss