মাহাবুল ইসলাম পরাগ,গাজীপুর:
গাজীপুর জেলা গাছা থানা ঢাকা ময়মনসিংহ রোড রাস্তা পার হইতে গিয়ে গাড়ি চাপায় ওজুফা (৫২)নামে এক নারী নিহত । ফুলবাড়ী উপজেলার মোঃ ফজলুল হকে স্ত্রী । গাজীপুর তার ছেলে বাসার বেড়াতে আসেন ওজুফা রাতে ৯টা ৪৫ মিনিটে গাড়ি থেকে নেমে বাসায় রওনা হয় তার পরে দুর্ঘটনা ঘটে যায় ।গাড়ি ড্রাইভার কে ও গাড়ি জনগণ জব্দ করে পাই এক ঘন্টা রাস্তায় অবরোধ ভাঙচুর অগ্নিকান্ড ঘটায় জনগণ ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্র আনে গাড়ি ড্রাইভার আহত হন গাজীপুর গাছা থানা পুলিশ আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন ।ড্রাইভার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারীরা ।
২৩ সেপ্টেম্বর (সোমবার) রাত ১০ টায় ঢাকা ময়মনসিংহ আঞ্চলিক সড়কের রাবাব ফ্যাশন নামক স্থানে এই সড়কদূর্ঘটনাটি ঘটে।
গাছা থানা ওসি আলী মোহাম্মদ রাশেদ খান এসআই ও সেকেন্ড অফিসার জানান, ঢাকা ময়মনসিংহ গাজীপুর আঞ্চলিক সড়কের রাবাব ফ্যাশন নামক স্থানে এই সড়ক দূর্ঘটনাটি ঘটে।অজ্ঞাত একটি দ্রুতগতির গাড়ি চলন্ত অবস্থায় নারী রাস্তায় পার হইতে গিয়ে পিছনে ধাক্কা দিলে নারী মারাত্নকভাবে গাড়ি চাপায় পরে।
এ সময় ঘটনাস্থলেই মারা যান গাড়ি চালক মো.রব মিয়া( ৫০ )।এই ঘটনায় গুরুতর আহত উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ।
বিষয়টি নিশ্চিত করে গাছা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী জানান,দূর্ঘটনাটি সংগঠনের পর থানা পুলিশের সহায়তায় নিহত চালক লাশ এবং থানা হেফাজতে আনা হয়।এদিকে মারা যাওয়ায় ওজুফা লাশটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ওজুফা লাশটি আত্নীয়স্বজনের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হবে।ঘাতক গাড়ি ড্রাইভার আটক করা হয়েছে।আইনানুগ সকল প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss