এম ফজলুর রহমান খালেদ, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলে পানিতে ডুবে আরিফা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল উপজেলার নোয়াগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফা উপজেলার নোয়াগাঁও গ্রামের কবির মিয়ার মেয়ে।
জানা গেছে, রবিবার দুপুরে শিশু আরিফা খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করে।
পরে তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিফা কে মৃত ঘোষণা করেন।বাহুবল প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক জুবায়ের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।