মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে গঠিত সন্দ্বীপ উপজেলা। এখানে ৩ লক্ষ ২৭ হাজার মানুষের বসবাস। এ ঘাট দিয়ে উপজেলার মানুষকে প্রতিদিন নানান কাজে যেতে হচ্ছে প্রবাসে ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্হানে, দ্বীপের চারপাশে ৮/১০ টি ঘাট থাকলে ও ৯৫ ভাগ মানুষের কুমিরা গুপ্তছড়া ঘাট ব্যবহার করেন, এ ঘাটে ২০১০ সালে ১৫ কোটি টাকা জেটি, ২০১৭ সনে ৪৭ কোটি টাকার জেটি, বার নদী খনন, জেলা পরিষদের ইজারাদারের বার কাঠের ব্রীজ দেয়া হলেও কোনটি যেন দুর্ভোগ নিয়ন্ত্রণ করতে পারছে না সন্দ্বীপের মানুষের। ঘাট ব্যবহারে দুর্ভোগ নিত্য সঙ্গী।
গতকাল ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ৭ টায় গুপ্তছড়া ঘাটে দেখা যায় কোমড় পানিতে নেমে যাত্রীদের উঠানামা করতে হচ্ছে নৌযানে। যাত্রীদের দাবী , দেশীয় এক্সপার্ট টীম দিয়ে না হলে বিদেশী এক্সপার্ট টীম দিয়ে হলেও সন্দ্বীপের নৌ রুটের উঠানামার বিষয়টি দ্রুত সমাধান করা। বিকেল ৫ টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা গুপ্তছড়া ঘাটে ব্রীজ পরিদর্শন করেন, এবং দেখা যায় ড্রামদেয়া ব্রীজ জেটির সাথে সংযুক্ত নেই, জোয়ারে অনেক দুরে চলে গেছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিসির চট্টগ্রাম বিভাগের উপপরিচালক গোপাল চন্দ্র মজুমদার বলেন ড্রামের কোন কাজ আমাদের নই, আমাদের কাজ জাহাজ চালানো।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক কামরুজ্জামান জানান,ড্রামের ব্রীজ নই,পল্লী পাইলিং করে দেয়া হবে, ড্রামের যেটা করা হয়েছে সেটা ইজারাদার নিজ উদ্যেগে করছে, সে জনস্বার্থে তার মতো করে করছে।
আমার পাইলিং চলে গেছে, কাল থেকে আমাদের কাঠের ব্রীজের কাজ শুরু হবে। তবে কত টাকা ব্যায়ে সেটা আমার জানা নেই, এটা ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট জানে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss