মোহাম্মদ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভেসে এলো পিছন দিক থেকে হাত বাঁধা অজ্ঞাত এক যুবতীর মরদেহ। হাতে মেহেদি রাঙা পরনে ছিল কালো বোরকা।
রোববার(২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকার তিস্তা নদী থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তার নদীর চরে অজ্ঞাত এক যুবতীর (৩০) মরদেহ দেখতে পান। পরে আদিতমারী থানায় খবর দিলে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তার হাতে মেহেদী রাঙানো লেখা আছে আই লাভ ইউ। দুই হাট পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরহিতা এ যুবতীর মুখ এসিড দিয়ে ঝলসে দেয়া। ধারনা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।
উপস্থিত স্থানীয় জনতা ওই যুবতীর পরিচয় সনাক্ত করতে না পারলেও ধারনা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে তার পরিচয় সনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss