জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
আগামী রবিবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন বলে জানিয়েছেন উপাচার্য। সেইসাথে এসেই কার্যক্রম শুরু করবেন বলে নিশ্চিত করেছেন তিনি।
এবিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "আগামীকালই (রবিবার) আমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছি এবং কার্যক্রম শুরু করবো। সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মঙ্গল করার জন্য এবং উন্নতির জন্য কাজ করবো। কেউ যেন কারো প্রতি ইনজাস্টিস না করে সেই বিষয়টিও দেখবো।"
উল্লেখ্য, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিয়োগ পেয়েছেন। এছাড়া তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss