শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

কয়রায় বিএনপি নেতা বাবুলের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ Time View

খুলনা বুরো:

খুলনার কয়রা উপজেলা সদরে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। কয়রা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুলের নেতৃত্ব হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

দোকান মালিক মনিরুজ্জামান জানান,আমি দোকানে পৌঁছানোর পর বিএনপির সদস্য সচিব বাবুলের ফোন পাই। ফোনে আমাকে গালিগালাজ করা হয় এবং দোকানে অবস্থান করতে বলা হয়। কিছুক্ষণের মধ্যেই কয়রা থানা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম ও সদস্য সচিব মোতাসিম বিল্লাহর নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সন্ত্রাসী দল দোকানে হামলা চালায়। তারা দোকানে ব্যাপক ভাঙচুর করে এবং মালামাল ও টাকা লুটপাট করে নিয়ে যায়।

জানা যায়, হামলায় দোকানের মালিক মনিরুজ্জামানসহ মুনসুর গাইন (৫৫), আল মামুন (৩০) এবং নুরুল হুদা (৫০) গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিক কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মুনসুর গাইনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য হামলাকারীদের বিরুদ্ধে ৫ আগস্টের পর কয়রা থানায় ঘাট দখল, ঘের দখল,জমি দখল চাঁদাবাজি ও লুটপাটসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের দাপটে কয়রায় সাধারণ জনগণ অতিষ্ঠ। ভয়ে সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে মুখ খোলে না!

নাম প্রকাশ না করার স্বার্থে ভুক্তভোগী একজন জানান, আওয়ামীলীগ আমলে কয়রায় লুটপাটের পরিস্থিতি ছিল,এখনো একটি গ্রুপ সেই একই কাজ করে যাচ্ছে। প্রশাসন ও রাজনৈতিক দলকে তিনি এসমস্ত দুবৃত্তদের কঠোর হাতে দমন করার অনুরোধ করেন।

কয়রা থানা অফিসার ইনচার্জ…বলেন, হামলার ঘটনার কথা জেনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে আহতদের কাছ থেকে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102