আরিফ হোসেন রুদ্র,(রায়পুর, লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার লামচরী আর এন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং রায়পুর উপজেলার শিক্ষক সমিতির প্রচার সম্পাদক আনোয়ার হোসেন রিপন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে হৃদযন্ত্র আক্রান্ত হয়ে ক্লাস চলাকালীন অবস্থায মৃত্যুবরণ করেন। মরহুমের পারিবারিক কবরস্থানে ঐদিন রাত ১০ টায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
রিপন মাষ্টারের মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।
সামাজিক সংগঠন থেকে শুরু করে সকল মানুষের মধ্যে তিনি খুবই জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। বিগত বন্যার সময় ০৬/০৮ লক্ষ্মীপুর কমিউনিটির ব্যানারে লক্ষ্মীপুর জেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেন।
তার এই মৃত্যুতে বন্ধু মহলে এক শোকের মাতম নেমে এসেছে। রায়পুরের বন্ধু মহল তার রুহের মাগফিরাত কামনা করেন, কবর জিয়ারত এবং মিলাদ ও দোয়া আয়োজন করা হয়।