খুলনা ব্যুরো:
বাগেরহাটে চাঞ্চল্যকর গত ৫ আগস্ট ২০২৪ এর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘু প্রবীন শিক্ষককে নৃশংসভাবে হত্যা, স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামী মোঃ জনি শেখকে গ্রেফতার করেছে র্যাব।গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ সেপ্টেম্বর গভীর রাতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ আগষ্ট রাতে সদরের মধুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি চ্যাটার্জি ও তার স্ত্রী ও কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়ীতে পিটিয়ে ও উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। অধিক রক্ত ক্ষরনে শিক্ষক মৃনাল কান্তি বাড়ীতেই মারা যান।
গুরুতর আহত স্ত্রী ও কন্যাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে স্ত্রী সুস্হ্য হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।সেই থেকে র্যাব আসামী আটকের অভিযান অব্যাহত রাখে।আটক জনি শেখ সদর উপজেলার ছোট পাইকপাড়া গ্রামের বাসিন্দা।আটককৃতকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করেন করেছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss