ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে পরিত্রাণ এর আয়োজনে ন্যাশনাল চিলড্রেন'স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার ১৫ জন সদস্যদের সাথে মনোসামাজিক সহায়তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত কর্মশালাটির দাতা সহযোগি সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডার) অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় Y-Moves প্রকল্পের আওতায় কার্যক্রমটি সম্পাদিত হয়েছে।
কর্মশালায় এনসিটিএফ সদস্যদের স্বত:স্ফুর্ত অংশগ্রহনের মধ্য দিয়ে ২ দিনব্যাপি পরিত্রাণ কেশবপুর শাখা অফিসের কনফারেন্স রুমে সাইকোসোস্যাল কাউন্সেলিং এর বিষয়ে আলোচনা করা হয়। আলোচনায় কিশোর কিশোরীদের স্বপ্ন, বাস্তবতা , আবেগ, অনুভতি, হতাশা, দুঃচিন্তার , ভয় ইত্যাদি বিষয়ে আলোচিত হয়। আয়োজিত ওই ২ দিন ব্যাপি কর্মশালাতে (এনসিটিএফ) শিশুরা গ্রুপ ওয়ার্ক এপ্রোচে তাদের ভাল লাগা মন্দ লাগার অনুভুতিগুলো তুলে ধরেছে এবং যে কোনা পরিস্থিতিতে দলিত শিশু, কিশোর কিশোরীরা যাতে মানসিকভাবে ভেঙ্গে না পড়ে সে বিষয়ে তাদের মনোবল তৈরি হয়েছে। কর্মশালাটির ফ্যাসিলিটেটর এর দায়িত্ব পালন করেছেন Y-Moves প্রকল্পের প্রজেক্ট অফিসার উজ্জ্বল কুমার দাস।
সহায়ক হিসেবে সহযোগিতা করেছেন ভলানটিয়ার সুজিত দাস। উক্ত কর্মশালায় সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিত্রাণ সংস্থার কর্মসূচি সমন্বয়ক রবিউল ইসলাম ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক সুমন দাস, সাবিরা খাতুন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss