শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ-বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলনে মাসুদকে সভাপতি মজিবর রহমানকে সাঃ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিবগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বগুড়ার জেলা শাখার আয়োজনে ত্রি বার্ষিক সম্মেলনে শিবগঞ্জ উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের চেয়ারম্যান, লাল মিয়া। এসময় তিনি বলেন আমাদের গ্রাম পুলিশ যেন বৈষম্যের শিকার না হয়।
সে বিষয়ে সচিবালয়ে আমরা কথা বলেছি এবং গ্রাম পুলিশে নায্য ভাতা ও পোষাক বাবদ যে অর্থ দেওয়া হয় তা সঠিক ভাবে যেন আমাদের ভাই ও বোন পায় সে বিষয়ে কথা হয়েছে। অচিরেই আমাদের এই পোশাক চেঞ্জ করা হবে। আজকের এই কমিটি গঠনের মূল উদ্দেশ্যই হলো গ্রাস পুলিশ বাহিনী তাদের প্রাপ্য কৃতিত্বটা পায়।
উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব নাইম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের ভাইস চেয়ারম্যান, মোঃ মাসুম খান, বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের কোষাধ্যক্ষ সুমন হোসেন, যুগ্ম মহাসচিব ওবায়দুর রহমান বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিন্টু মিয়া।
বগুড়া সদর শাখার সাধারন সম্পাদক শ্রী শিবনাথের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ, দফাদার শহিদুল ইসলাম বাদল, দফাদার মজিবুর রহমান, দফাদার আব্দুল মতিন, দফাদার সাইফুল ইসলাম,দফাদার বাদশা মিয়া প্রমুখ।
দ্বিতীয় পর্বে বগুড়া জেলার গ্রাম পুলিশের সদস্যদের যথা ক্রমে ৪ শতাধিক গ্রাম পুলিশের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা কমিটি কেন্দ্রীয় কমিটির মাধ্যমে বৈষম্য বিরোধী বাংলাদেশ গ্রাম পুলিশ বগুড়া জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়।
মাসুদুর রহমান মাসুদকে সভাপতি,শহিদুল ইসলাম বাদল সিনিয়র সহ-সভাপতি,তাহেরুল ইসলাম,হেলানুর রহমান সহ-সভাপতি, রবিন সহ-সভাপতি,মজিবুর রহমানকে সাধারণ সম্পাদক, সরোয়ার হোসেন সিনিয়র, যুগ্ম সাধারণ সম্পাদক,সাইফুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, চপল চন্দ্র রবি দাস সাংগঠনিক সম্পাদক, সুজন সাংগঠনিক সম্পাদক,আবু সাংগঠনিক সম্পাদক,শিহাব হোসেন সাংগঠনিক সম্পাদক, নয়ন দাস সাংগঠনিক সম্পাদক, আব্দুল মতিন কোষাধ্যক্ষ,বাদশা মিয়া দপ্তর সম্পাদক, চন্দন কুমার দাস আইন বিষয়ক সম্পাদক,মিনা খাতুন মহিলা বিষয়ক সম্পাদক, রফিকুল ইসলাম ত্রান বিষয়ক সম্পাদক, চন্দন দাসকে সদস্যসচিব করে ২৩ বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।