বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবিতে) দ্রুত ভিসি নিয়োগের দাবিতে উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি পালন করেছেন বেরোবির শিক্ষার্থীরা।
আজ সোমবার(১৬ সেপ্টেম্বর, ২০২৪) সকাল এগারোটা (১১:০০) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা শহিদ আবু সাঈদ চত্ত্বর দিয়ে মর্ডান মোড়ে অবস্থান নেয়।এসময় শিক্ষার্থীরা আবু সাঈদের ক্যাম্পাসে বৈষম্যের ঠাই নাই, বেরোবির শিক্ষার্থীরা বৈষম্যের শিকার কেন? দাবি মোদের একটাই বেরোবিতে ভিসি চাই বলে স্লোগান দিতে থাকেন।
গত ৯ সেপ্টেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ পদত্যাগ করেন। তাই বিশ্ববিদ্যালয়টি ভিসি শূন্যতায় ভুগছে। যার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসি চেয়ে সংবাদ বিজ্ঞপ্তি করছিলেন শিক্ষার্থীরা। কিন্তু উক্ত প্রেস ব্রিফিং কে উপেক্ষা করে পাঁচ কর্মদিবসে ভিসি দিতে ব্যর্থ হয় অন্তর্বর্তীকালীন সরকার।
উত্তরবঙ্গ ব্লকেড কর্মসুচিতে মর্ডান মোড়ে অংশ নেয় শিক্ষার্থীরা এসময়ে, তারিকুল ইসলাম কেন্দ্রীয় সমন্বয় , (ঢাকা বিশ্ববিদ্যালয়)বলেছেন,ভিসি ছাড়া বিশ্ববিদ্যালয় চলতে পারে না,তিনি দ্রুত ভিসি নিয়োগ চান, অতি দ্রুত যেন ভিসি নিয়োগ দেওয়া হয়।
উত্তরবঙ্গ ব্লকেড কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে বেরোবি শিক্ষার্থী মোঃ আরমান হোসেন বলেন, "ভিসি নিয়ে আমরা বেরোবির শিক্ষার্থীরা চব্বিশের স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বার বার নানাভাবে দাবি জানালেও উর্ধ্বতন প্রশাসন থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যার ফলশ্রুতিতে আজকের এই উত্তরবঙ্গ ব্লকেডের ডাক দিতে আমরা বাধ্য হয়েছি। অতি দ্রুত সময়ের মধ্যে ভিসি নিয়োগ না দিলে আমরা উত্তরবঙ্গ ব্লকেডের আন্দোলন আরও তীব্রভাবে বাস্তবায়নের ডাক দিবো"।
আবু সাইদ লিয়ন,কেন্দ্রীয় সমন্বয় , ( ঢাকা বিশ্ববিদ্যালয়) তিনি উপদেষ্টা মন্ডলীকে আহ্বান জানান অতি দ্রুত রোবিতে ভিসি নিয়োগের দাবি জানান,তিনি আার বলেন ভিসি নিয়োগের মাধ্যমে উত্তরবঙ্গের প্রতি বৈষম্য দুর করা হোক।
বেরোবির সকল শিক্ষার্থীর একটি প্রানের দাবি অতি দ্রুত যেন ভিসি নিয়োগ দেওয়া হোক, এবং দ্রত তারা শ্রেণিকক্ষে ফিরে যেতে চায়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss