মো.তৌহিদুর রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
অতিরিক্ত বৃষ্টির কারণে সাতক্ষীরা সদরের কিছু এলাকায় মাছের ঘের তলিয়ে গেছে।এলাকাবাসী জানায় গত কয়েক বছর ধরে বর্ষার সময় পানি সরানোর কোনো ব্যবস্থা হয় না, তারা আরো বলেন এলাকার প্রভাবশালী ব্যক্তিদের জন্য পানি সরানো যায় না, শত শত মাছের ঘেরসহ, নানা ধরনের সবজি ধ্বংসের মুখে, লক্ষ লক্ষ টাকার বিনিয়োগ করে তাদের অবশেষে চোখের পানি নিয়ে ঘরে ফিরতে হচ্ছে।
সাতক্ষীরা সদরের খানপুর,আলিপুর, রইচপুর, বেশি পানির চাপ এমনভাবে চলতে থাকলে আগামীতে সাতক্ষীরার বিখ্যাত চিংড়ি চাষ কমে যাবে।এলাকাবাসী সাতক্ষীরা প্রশাসনের কাছে পানি সরানোর একটা ব্যবস্থা চাই।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss