হৃদয় আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদদের স্মৃতির স্মরনে আয়োজন করা হচ্ছে কাওয়ালী ও দ্রোহের গান। সেই আয়োজনের অংশ হতে বাদ যায়নি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এলাকায় প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ও।
আজ ১৫ সেপ্টেম্বর জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের মঞ্চে আয়োজন করা হয় কাওয়ালী ও দ্রোহের গানের অনুষ্ঠান।বৃষ্টিবিঘ্নিত দিনেও আয়োজনে ছিলো না কোন কমতি। বিকেল গড়াতে না গড়াতেই দেখা দর্শকদের উপচে পড়া ভিড়।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ছাড়াও কাওয়ালী সন্ধায় দর্শক হিসেবে আসেন স্থানীয় অনেক বাসিন্দা।বিকেল ৫ টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টিবিঘ্নিত অনেক সমস্যার জন্য অনুষ্ঠান শুরু হয় সাড়ে পাঁচটার দিকে। তবে মূল কার্যক্রম শুরু হতে অপেক্ষা করতে হয় আরও এক ঘন্টা। সন্ধা সাড়ে ছয়টায় শুরু হয় কাওয়ালী ও দ্রোহের গানের মূল আয়োজন।
কাওয়ালী সন্ধায় নজরুল রচিত বিভিন্ন গান ও গজলও পরিবেশন করা হয়।সেসব গানের মূল শিল্পী হিসেবেও অংশগ্রহণ করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।দর্শক সারিতে অবস্থানরত শিক্ষার্থীরাও উৎসব আমেজের সাথে উপভোগ করেন ভিন্নধর্মী এই আয়োজন।
তাদের মতে, এই কাওয়ালী সন্ধার আয়োজনের মাধ্যমে বাংলার প্রাচীন অনেক সংস্কৃতির পূনরুজ্জীবিত হতে পারে। এমনকি দূর হতে পারে অনেক অপসংস্কৃতিও।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss