মোঃঅহিদুজ্জামান লস্কর অপু,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামে প্রবাসী পরিবারের জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী জুরু মিয়া, কাদের মিয়া ও ধন মিয়া'র বিরুদ্ধে।
গতকাল বিকালে সরাইল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী হাশেম আলী ও তার ভাই দুলাল মিয়া।সংবাদ সম্মেলনে হাশেম আলী বলেন, আমি ও আমার ভাইয়েরা প্রবাসী হওয়ার কারণে আমাদের জায়গা সম্পত্তির ঠিকভাবে দেখাশোনা করতে পারি নাই। এই সুযোগে জোরপূর্বক ভাবে আমাদের মালিকানা সম্পত্তি দখল করে রেখেছে জুরু মিয়া, কাদের মিয়া ও ধন মিয়া'রা। একাধিকবার মিটিং হলেও জুরু মিয়া আমাকে কথা বলতে দেয়না, এবং বিভিন্নভাবে হুমকি ধমকি দিতে থাকে।
তিনি আরও বলেন, কাদের মিয়া বসত ঘর নির্মাণ করার আগেই আমি বাঁধা দিয়েছিলাম, কিন্তু তারা গায়ের জোরে ঘর নির্মাণ করে। সামাজিক ভাবে বিচার না পেয়ে আমি আদালতে মামলা দায়ের করেছি। এর পর থেকেই জুরু মিয়া ও অন্যান্যরা আমাকে হুমকি ধমকি দিতে থাকে। এই অবস্থায় আমি ও আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এসময় আরেক ভুক্তভোগী দুলাল মিয়া বলেন, জুরু মিয়া, কাদের ও ধন মিয়া'রা অর্থ ও লাঠির জোরে ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছে। আমরা নিরীহ হওয়ায় তাদের শক্তির সঙ্গে পারছি না। এই অবস্থায় প্রশাসন ছাড়া আমাদের যাওয়ার জায়গা নেই। আমরা প্রশাসনের সহযোগিতা চায়।
অন্যদিকে, অভিযুক্ত জুরু মিয়া এ সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, "এসব অভিযোগ সব মিথ্যে। আমরা আমাদের জায়গায় আছি, তারা তাদের জায়গায়।
আমাদের মধ্যে কোনো দাঙ্গা বা হাঙ্গামার ঘটনা ঘটেনি।"
সরাইলের এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত প্রশাসনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যেন তারা তাদের জমি এবং নিজেদের নিরাপত্তা ফিরে পান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss