
বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল:
উত্তরবঙ্গের জ্ঞানের বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, রংপুর (বেরোবি)।
স্বৈরাচারী সরকারের পতনের পর বেরোবির ভাইস চ্যান্সেলর হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন।
বর্তমানে প্রশাসন শুন্য বেরোবি।
প্রশাসন না থাকায় আবাসিক হলের শিক্ষার্থীরা জটিল সমস্যায় ভুগতেছে,খাবারের জন্য তাদের বাইরের রেস্টুরেন্টে যেতে হচ্ছে। বাইরের এসব খাবারের যে খরচ এতে অনেক শিক্ষার্থী আর্থিক সংকট এ ভুগতেছে।
শেখ মুজিব হলের এক শিক্ষার্থী সাক্ষাৎকারে বলেছেন আমার ক্যাম্পাসে আসার ২১ দিন হলো তবু হলের ডাইনিং খুলতেছে না,বইরে খেতে গেলে যে খরচ লাগে সেটা অনেক বেশি হচ্ছে, তাদের দাবি দ্রুত যেন আবাসিক হলের ডাইনিং খুলে দেওয়া হয়।
হলের ডাইনিং পরিচালনাকারীকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন নতুন ভাইস চ্যান্সেলর ও প্রভোস্ট নিয়োগ দিলেই তারা ডাইনিং খুলবে ,।
কোটা আন্দোলন যে জায়গা থেকেই সারা বাংলায় ছড়িয়ে পড়ে, কোটা আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এখনো কেন ভাইস চ্যান্সেলর নিয়োগ দেওয়া হচ্ছে না?
পাঁচ দিনের আল্টিমেটাম দিয়েও সঠিক সময়ে ভিসি পেলেন না বেরোবির শিক্ষার্থীরা। তারা প্রধান উপদেষ্টা ও প্রধান শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ করেও পেলেন না ভিসি!
দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১১ টায় বেরোবির মেইন গেটের সামনে সমাবেশ ও মিটিং করবেন শিক্ষার্থীরা।