শিবগঞ্জ উপজেলা (বগুড়া) প্রতিনিধিঃ
শনিবার সকাল বেলা ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় ডিএসইউএস এন্ড পুণ্ড্র উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী বৃত্তি ২০২৩ এর সম্মাননা প্রদান ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার।
তিনি বলেন সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সবার চাওয়া যদি একই হয় তা অর্জন করা খুবই সহজ। আমরা স্বপ্ন দেখি উপজেলায় ইংলিশ ইসস্পোকিং করার, আপনাদের এই ডিএসইউএস এ্যান্ড পুন্ড্র যুব উন্নয়ন সংস্থা’র মাধ্যমে ভালো একটি ইংলিশ ইসস্পোকিং প্লাটফর্ম তৈরি করুন আমরা সহযোগিতা করবো। আমাদের চেষ্টা থাকবে এই বৃত্তি কার্যক্রম অব্যাহত রাখতে। শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে এ কার্যক্রমকে আরও প্রসারিত করবে। আমি আশাবাদী যে আসলে আমরা যে সমাজ চাই সেই সমাজ আজকের মেধাবীরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোকামতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জান, উপজেলা সমাজ সেবা অফিসার সুলতান আহম্মেদ, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম, বগুড়া জনতা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল হোসেন, ছৈচানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ওরাল এ্যান্ড ডেন্টাল সার্জন আব্দুল্লাহ- আল তৌফিক, গড়মহাস্থান প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি শাহিনুর ইসলাম, অবসর প্রাপ্ত, স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার কার্যনির্বাহী সদস্য সাংবাদিক মাহফুজ মন্ডল, ডিএস ইউএস এন্ড পুণ্ড্র যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুস ছামাদ সোহাগ, মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু ,গোলজার রহমান, মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিদ্যালয়সমুহের প্রধান শিক্ষক ও সাংবাদিক সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডিএস ইউএস এর পরিচালক ইউসুফ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-সভাপতিত্ব করেন, মহাস্থান শাহ সুলতান বলখী (রাঃ) ফাযিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মাদ আবু বক্কর সিদ্দিক।
উল্লেখ্য, ডিএসইউএস এন্ড পুন্ড্র যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে মেধাবী বৃত্তি ২০২৩ এর কৃতি শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে ১৯জন ও সাধারণ কোটায় ৪৪ জন, প্রাতিষ্ঠানিক ২৩জন ও শুভেচ্ছা স্মারক ১৩৪ জন।