আরিফ হোসেন রুদ্র :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরদুখিয়া ইউনিয়নে আমরা সবাই ভাই ভাই সাম্য শান্তির সমাজ চাই এ স্লোগান কে সামনে রেখে যুব ও তরুণ ছাত্র সমাজ সেবা ফাউন্ডেশনের এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ১১ নং চরদুখিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলোনীয়া গুদারঘাট বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সময় চাঁদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া ১০ জন ছাত্রকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় ।
আলোচনা সভায় ডাক্তার জসিম আহমেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম শেখ, এডভোকেট মুসলিম মিয়াজী, ইমরান পাটওয়ারী সহ যুব ও তরুণ ছাত্র সমাজ সেবা ফাউন্ডেশনের এর সদস্য জাহিদ গাজী, সোহাগ হোসেন, আরাফাত রহমান, হৃদয়, রবিন, জাহিদ ভূঁইয়া,আনিস, সায়েম, সৈকত ,রবি , কাউসার সহ অনেকে।
ডাক্তার জসিম আহমেদ বলেন আমরা সাম্য শান্তির একটি সমাজ চাই, যে সমাজ হবে দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি দখল বাণিজ্য, সন্ত্রাস মুক্ত একটি সাম্য শান্তির সমাজ । যুব ও তরুণ ছাত্র সমাজ সেবা ফাউন্ডেশনের আজকের আয়োজনের উদ্দেশ্য হচ্ছে সমাজের সকল মতের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবে, নিজের মতামত উপস্থাপন করার অধিকার থাকবে, সকলে ভাই ভাই হয়ে মিলেমিশে থাকবে।
আজকের আয়োজন থেকে সকলের প্রতি অনুরোধ থাকবে আমরা সকলে এমন কোন কাজ করবো না যার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ সৃষ্টি হয় ।