সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানির দায়ে জুনেদ ভুইয়া ও জাবেদ ভূইয়া নামের দুই সহোদর ব্যক্তির বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা – dainikprothombarta    
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী ৫ দুর্গাপুর পুঠিয়া ধানের শীষের প্রার্থীর পক্ষে প্রচারণা দুর্গাপুর থানার বখতিয়ার পুর    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাজীপুরে বিএনপির মতবিনিময় সভা কালিয়াকৈরে কিস্তির টাকা দিতে না পেরে রিক্সাচালকের আত্মহত্যা। বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির ব্যতিক্রমী ক্রীড়া উৎসব ধুনটে জামায়াত মহিলা বিভাগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাজীপুরে কালী মন্দিরে মতবিনিময় সভা: দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যয় রাজশাহী থেকে ঢাকাগামী সিলসিটি এক্সপ্রেস ট্রেন সরদহ স্টেশন পার হয়ে ট্রেনের বগি রেখে ইঞ্জিল চলে যায় ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানির দায়ে জুনেদ ভুইয়া ও জাবেদ ভূইয়া নামের দুই সহোদর ব্যক্তির বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা

  • Update Time : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও মানহানির দায়ে জুনেদ ভুইয়া ও জাবেদ ভূইয়া নামের দুই সহোদর ব্যক্তির বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির কালিশিরী গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী মাহমুদুল হাসান শিবলী ভুইয়ার পিতা মাওলানা শেখ আঃ মজিদ ভুইয়া বাদী হয়ে গতকাল ১০ সেপ্টেম্বর এ মামলা দায়ের করেন। চুনারুঘাট থানা মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে কর্তব্যরত এসআইকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের সহায়ক ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও বর্তমান জামায়াত নেতা মোঃ খলিলুর রহমান ও রিপন আমিন।

মামলার আসামীরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের কুদ্দুস ভুইয়ার পুত্র মোঃ জুনেদ ভুইয়া (২৮) ও তার ভাই জাবেদ ভুইয়া (৩২)

মামলার বিবরণীতে আসামী মোবাইল কলে অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণ নাশের হুমকি ও ফেইসবুক আইডিতে পোস্ট দিয়ে বাদীর বিরুদ্ধে অপপ্রচার ও মানহানির অভিযোগ আনা হয়। মামলার বিবরণীতে বাদী উল্লেখ করেন, আসামী জুনেদ ভুইয়াকে ২০২৪ সালের প্রথমদিকে কোম্পানী ভিসায় কাতার নেন মাহমুদুল হাসান শিবলী ভূইয়া। জুনেদ ওখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে না পেরে দেশে ফিরে আসার আকুতি জানালে প্রথমে মাহমুদুল হাসান শিবলী ভুইয়া রাজি হননি।

পরবর্তীতে জুনেদ ভূইয়া সেখানে উশৃংখলতা শুরু করলে এবং মাহমুদুল হাসান শিবলী ভূইয়ার রুমে ভাংচুর করলে তিনি আত্মীয়তার দাবীতে জুনেদকে কাতার আসার ভিসার খরচ সহ যাবতীয় টাকা রিটার্ন করে দেন এবং জুনেদকে কাতারে কিছু শপিং করে দেশে আসার জন্য বেশ টাকাও দেন। তদুপরি জুনেদ শিবলি ভুইয়ার পারিবারিক সমস্যার সুযোগে খুব বিশ্রী ও অকথ্য ভাষায় গালিগালাজের ভয়েস রেকর্ড, ফেসবুকে দূর্নাম করার পৈচাশিক আনন্দ নিতে অশালীন আচরণ শুরু করে। সম্পর্কে শিবলি ভুইয়ার সাবেক স্ত্রী( ১ম স্ত্রী) এর ফুফাতো ভাই হয় জুনেদ ভূইয়া এবং জাবেদ ভূইয়া। জুনেদ ও জাবেদ শিবলি ভুইয়ার দ্বিতীয় বিয়ের পর থেকে জুনেদ-জাবেদ ও প্রথম পরিবারের লোকজন ফেসবুক আইডি হতে ‘মিথ্যা ও বানোয়াট’ পোস্ট প্রদান করে যাচ্ছে। পরে তার সাথে অন্য আসামীরাও অনুরূপ পোস্ট প্রদান করে। এর মাধ্যমে বাদী ও তার পরিবারের মানহানি করা হয়েছে বলে আর্জিতে উল্লেখ করা হয়েছে।

জনাব শিবলী ভুইয়া জানান আসামীরা প্রতিহিংসা পরায়ণ হয়ে পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের বিরোদ্ধে ফেসবুকে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে যা ৩/৪ টি ফেইক আইডি (কাতার রেমিটেন্স দালাল গ্রুফ, সত্যের সন্ধান, আলোর দিশারী) থেকে বানোয়াট, অশ্লীল ও মিথ্যাচার করা হয়েছে। যা আমার ও আমার বাবার চারিত্রিক আদর্শের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক।

শিবলী ভূঁইয়া বলেন বিগত কিছুদিন আগে চলতি বছরের জুন মাসে জুনেদ ভুইয়াকে কোম্পানি ভিসায় আমি কাতার নিয়ে আসলে সে এক মাসের মধ্যেই অতিরিক্ত গরমের অজুহাতে দেশে ফেরার বায়না ধরে! এমনকি দেশে ফেরার জন্য আমার বাসায় এসে আমার অনুপস্থিতিতে বাসার সিসি ক্যামেরা, ওয়াই-ফাই সরঞ্জাম, টিভি, ফ্রিজ ভেঙ্গে ফেলে এবং কাতার টাকায় প্রায় সাড়ে ১৯০০০ হাজার রিয়ালের ক্ষতি করে। একপর্যায়ে জুনেদ ভুইয়াকে কাতার আসার ভিসার সমূহ টাকা ফেরত দিয়ে তাকে দেশে পাঠাতে বাধ্য হই।

দেশে গিয়ে আবার সে আমার সাবেক স্ত্রীর ( প্রথম স্ত্রী) কারসাজিতে আমার বিরোদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারে বেপরোয়া হয়ে উঠে। অন্য দিকে আমার পরিবার ও আমার ১৪ বছরের শিশু মেয়েটাও স্কুলে আসা যাওয়ার পথে ওই চক্রের লোকেদের হাতে উত্ত্যোক্তের শিকার হচ্ছিলো। বাধ্য হয়ে বসতবাড়ি ছেড়ে বাসা ভাড়া নিয়ে ওদেরকে চুনারুঘাট শহরে স্থানান্তর করি।

এমতাবস্থায় জনাব শিবলী ভুইয়া আইনের দ্বারস্থ হয়েছেন, এবং সুবিচারের প্রত্যাশা করেন।জুনেদ ভুঁইয়া ও তার সহযোগীদের অশ্লীল ভাষায় গালিগালাজ অডিও রেকর্ড আমাদের প্রতিবেদকের সংরক্ষণে রক্ষিত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102