শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বগুড়া সদরের ৮নং গোকুল ইউনিয়নের সর্বস্তরের সাধারণ জনগন সচেতন মহল আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ অংশ গ্রহণ করেন ।
মানববন্ধনের সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম টুলু, সিদ্দিক মাস্টার, শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক, কৃষক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, রতন, বিজয় সহ স্থানীয় জনসাধারণরা বলেন যারা তাকে এই ভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি উর্ধাত আহ্বান জানিয়েছেন।
এছাড়াও নিহত মিজানের কন্যা সন্তান সানজিদা আক্তার মায়া (১৪) তার বাবার হত্যাকারীদের ফাঁসির দাবিতে ব্যানারের সামনে দাঁড়িয়ে পিতার খুনিদের বিচার দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমার বাবাকে যারা রাতের অন্ধকারে হত্যা করেছে তাদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।
নিহত মিজানুর রহমান মিজান বগুড়া সদর উপজেলা জাতীয়াবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। ও গোকুল পলাশবাড়ী গ্রামের আফসার আলী সাকিদারের পুত্র।
উল্লেখ্য,পূর্ব শত্রুার জেরে গত সোমবার রাত ৮টার দিকে মিজান গোকুল বন্দরে আন্তঃজেলা ট্রাক পরিবহন লেবার শ্রমিক অফিসে বসে তার কর্মীদের সাথে সংগঠন বিষয়ক আলাপ করছিলেন। এ সময় বিদ্যুৎ না থাকায় ১০/১২ জনের একটি দুর্বৃত্তের দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অফিসে ঢুকে মিজানকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। মিজান কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত মিজানের স্ত্রী সালমা বেগম,বগুড়া সদর থানায় ফাহিনুর ইসলাম, বিপুল মিয়া, নাহিদ, মিলন, মুহিদুলের নাম উল্লেখ করে অজ্ঞাত করে মামলা করেন।