আজ জীবনের আজকের দিনটি অবিস্মরণীয় হয়ে থাকবে আজীবন,আমি আমার ফেইসবুক ওয়াল অফ করে রেখেছিলাম।তা সত্ত্বেও আমাকে ভালোবাসে ইনবক্সে, জন্মদিনের ভালোবাসা জানিয়েছে অগনিত মানুষ। ১/২/২০০১ সালে ময়মনসিংহ জেলা জম্ম গ্রহণ করেন। তিন ভাই বোন মাঝে তানজিল আহমেদ বড় গাজীপুর জেলা মুললাই উচ্চ বিদ্যালয়ের লেখা পড়া করেন।
এবং আমার সহকর্মী তানজিল আহমেদ রাজনীতিবিদ,ডাক্তার,শিক্ষক,আইনজীবী পেশাজীবী সমাজসেবক সামাজিক সংগঠন সাধারণ মানুষ ৪৬ জন, তানজিল আহমেদ নিয়ে দেয়া পোস্টে ট্যাগ করে,জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফেইসবুক দেয়াল ঢেকে ফেলেছেন।যাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অজস্র মানুষ,সেসব দেখে বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেছি বারবারই চোখ ভিজে উঠেছে।অসীম মুগ্ধতায় হৃদয় ছুঁয়ে গেছে।বিশ্বাস করতে ইচ্ছে করছে,স্রেফ এমন একটা জন্মদিনের জন্যও বেঁচে থাকা যায়!
এরপর আজ রাতে আমার নিজ গ্রাম গাজীপুরে প্রিয় মাহাবুল ইসলাম পরাগ বড় ভাই আয়োজনে আমার গ্রামের ধর্মবর্ণ নির্বিশেষে শ্রেণী পেশার সকলে মিলে আমার জন্মদিনের কেক কাটে।আধা ঘন্টা ব্যাপী সেই আয়োজনের পুরোটা সময় আমি জীবনের শ্রেষ্ট অবিস্মরণীয় সময় মনে করেছি।
বছর পাঁচেক আগে গাজীপুরে মাহাবুল ইসলাম পরাগ ভাইয়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হই চাকরির পথচলা, কর্মজীবনের শুরুতে কোম্পানির এখন আছি প্রচার সংখ্যায় দেশের তৃতীয় স্থানে অবস্থান আছে।
চাকরির পেশায় চলতে গিয়ে কতইনা হোঁচট খেয়েছি।কিন্তু দমে যাইনি।কাঁটায় বিছানো পথ মাড়িয়ে আমাকে এ পর্যন্ত আসতে হয়েছে।বাঁধা বিপত্তি ছিল প্রতি পদে পদে।সত্য প্রকাশ করতে গিয়ে দৃশ্যমান অদৃশ্য কতই না শত্রু তৈরী হয়েছে তার হিসেব আমি নিজেও জানিনা।
যতক্ষণ বেঁচে আছি,বাঁচব।এই ধরুন,যদি আজকের পরই নেই হয়ে যাই,কোনো দুঃখ থাকবে না।চড়ুইয়ের মতো ফুড়ুৎফাড়ুৎ একটা জীবন হবে আমার;ছোট্টো জীবন,খুব বেশিদিন বাঁচতে চাই না,একটাই চাওয়া,যতদিন বাঁচি,যাতে আফসোস ছাড়া বাঁচি।কারো মনে কষ্ট না দিয়ে,কারো কোনো ক্ষতি না করে বাঁচি।কালকে বাঁচব কি না তারই তো ঠিক নেই।একশো বছরের প্ল্যান গুছিয়ে কী হবে?আমি প্রতি মুহূর্তের পৃথিবীতে বেঁচে থাকা বোকাসোকা মানুষ।
নিজের সমস্ত অহম বিসর্জন দিয়ে আমি সবসময় ভিখারির মতো ভালোবাসা কুড়িয়ে নিয়েছি।মানুষের শুভকামনা আর নিখাদ ভালোবাসাই আমার সম্বল।
আপনাদের সকলের ভালোবাসা আন্তরিকতা আর আমাকে নিয়ে আপনাদের চাওয়া পাওয়া আজ আমাকে নতুন উদ্যমে চলার আগ্রহ যুগিয়েছে আমি বুঝতে পেরেছি আমার অবর্তমানে আমাকে ভালোবাসার অনেক মানুষ আছেন তানজিল আহমেদ জন্মদিনের মাধ্যমে বুঝতেই পেয়েছি।