মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাতাপাড়া মাজার সংলগ্ন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর জেলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক আতাউর রহামানের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখর সহকারী সেক্রেটারি মাওলানা শাহা আলমের সঞ্চালনায় অন্যান্যদের মতবিনিময় সভায় উপস্থিত ছিলে সংগঠনের লালমনিরহাট জেলা শাখার নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান,জেলা সেক্রেটারী অ্যাডঃ আবু তাহের, জেলা সুরা সদস্য ও আদিতমারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. ফিরোজ হায়দার লাভলু, আদিতমারী উপজেলা সুরা সদস্য ও পলাশি ইউপি চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির লালমনিরহাট জেলা শাখার সভাপতি ওসমান গনি প্রমুখ।
কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক আতাউর রহামান তার বক্তব্যে বলেন, আজ প্রায় ১৭ বছর পর বাংলাদেশ স্বৈরশাসকমুক্ত হয়েছে। এরপরে কি এটাই আমাদের ভাবতে হবে। আমরা ১৯৭১ সালে এমন একটা বাংলাদেশ চেয়েছিলাম যেখানে সাম্য, অধিকার, ন্যায়বিচার এবং সুবিচার নিশ্চিত করা হবে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরেও তা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ জামায়াত আগামীতে কি করবে এটা নিয়ে কোন নকশা মানুষের মধ্যে প্রকাশ করেনি।
এটা নিয়ে জামায়াত ইসলামি পক্ষ থেকে কাজ করা হচ্ছে।পরে জামায়াত নেতারা সাংবাদিকদের নিকট সুপরামর্শ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss