
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে ভেঁসে আসলো ৫০ কিলোমিটার উজানের নাগেশ্বরীর নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চার শিশুর মধ্যে এক শিশুর লাশ। এখন পর্যন্ত উদ্ধার হওয়া তৃতীয় লাশ এটি বলে জানা গেছে।
কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় শিশুটির পরিচয় শনাক্ত করেছেন। নিহত ওই শিশুর নাম জুয়েল মিয়া (৮)। সে কচাকাটা থানার বাঘমারা এলাকার আলম মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কালিকুড়া টি-বাঁধ এলাকায় জুয়েলের লাশ ভেঁসে আসে। জানা গেছে, সকালে ব্রহ্মপুত্রের পাড়ে লাশ ভেঁসে আসতে দেখলে স্থানীয়রা নদ থেকে লাশ উদ্ধার করে প্রশাসনকে অবগত করেন৷
ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, কচাকাটার ওসি ফোন দিয়েছিল তার এলাকার লাশ। সে নৌকা পাঠিয়েছে লাশটা নিয়ে যাবে।
উল্লেখ, বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হয়েছে।