চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে ইউপি সদস্যের নামে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র বসতবাড়ি উচুঁকরণ প্রকল্পের ৪ লাখ টাকার একটি ইস্যু হওয়া চেক ছিড়ে ফেলার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।
ভুক্তভোগী ওই ইউপি সদস্যের নাম মাহফুজার রহমান। তিনি থানাহাট ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য। চেক ছিড়ে ফেলার অভিযোগ ওঠেছে একই ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলনের বিরুদ্ধে।
ঘটনার বিররণী ও ইউপি সদস্য মাহফুজার রহমানের দেয়া তথ্য অনুযায়ী, ন্যাশনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র বসতবাড়ি উচুকরণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।এতে খরচ হিসেবে ওই ইউপি সদস্যের নামে ৪ লক্ষ টাকার একটি চেক ইস্যু হয়। পরে সেই চেক পরিষদের সচিব সহ গত বৃহস্পতিবার ব্যাংকে জমা করে চলে আসেন। কিন্তু রোববার টাকা উত্তোলন করতে গেলে তা উত্তোলন করতে পারেনি। পরে ঘটনার দিন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মিলন ব্যাংকে উপস্থিত হন। এসময় চেয়ারম্যানের সাথে কথার কাটাকাটির এক পর্যায়ে প্রকল্পের চেকটি ছিড়ে ফেলেন ওই চেয়ারম্যান।
ইউপি সদস্য মাহফুজার রহমান আরও জানান, এসময় তিনি (চেয়ারম্যান) বলেন এখানে তুমি টাকা তুলতে পাবানা। টাকা লাগলে বাড়িতে আসো হিসাব করে ওখানে টাকা দিবো।এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, অভিযোগ মিথ্যা। আমি কোন ধরনের চেক ছিড়ে ফেলিনি। আর সেই চেক তো আমার কাছেই আছে এখনো। তাহলে ছেড়া চেক আমার কাছে থাকবে কি ভাবে? প্রশ্ন রাখেন এই প্রতিবেদকের কাছে।
অগ্রণী ব্যাংক চিলমারী শাখার ব্যবস্থাপক মনিরুল হাসান তানিন জানান, মেম্বার ও চেয়ারম্যান এর ইন্টারনাল সমস্যার কারণে চেকটি বাতিল করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থার (এনডিপি) ব্যবস্থাপক শাহাআলম জানান, বিষয়টি আমার জানা নেই। এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ, থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন সৈয়দপুর বিমানবন্দরে ১৫ পিচ ইয়াবাসহ আটক হয়েছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ অনিয়ম ও দূর্নীতির একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।