খুলনা ব্যুরো:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সোহেল ও এলজিইডি খুলনার সাবেক নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মুহাম্মদ আনিছুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস আর ট্রেডার্সের মালিক শেখ শহিদুল ইসলাম বাদী হয়ে খুলনার মহানগর হাকিম মো তরিকুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর আরজি গ্রহণ করে সোনাডাঙ্গা থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন।
বাদীর আইনজীবী এসএম মাসুদুর রহমান জানান, গত ২৩ এপ্রিল শেখ সোহেল বাদীকে বাড়িতে ডেকে পাঠায়। তিনি শেখ সোহেলের বাড়িতে গেলে কেন প্রকৌশলী আনিছের বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছে তা জানতে চায়। এরপর অস্ত্র ঠেকিয়ে তার কাছে ৬০ লাখ টাকা দাবি করে। বাদী পরে ৬০ লাখ টাকা তুলে তা শেখ সোহেলকে দিয়ে আসেন। ওই সময় তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় নি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss