লালপুর উপজেলা প্রতিনিধি:
আজ সকাল ১১ টার দিকে বেলতলা মসজিদের পাশে, বালিতিতা ইসলামপুর এলাকার এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আব্দুল রশিদ (৩৫), যিনি বালিতিতা এলাকার আনসার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল রশিদ গলায় দরি দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, তার দুই সন্তান রয়েছে—মুহাম্মদ রিশাদ (১১) এবং জুনাইদ আহমেদ (৪)। আত্মহত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।