বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল:
পাঁচ কর্মদিবসের মধ্যে একজন ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে প্রেস ব্রিফিং করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার দুপুর ৩ টায় আবু সাঈদ গেটের সামনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় আর সেখানে বক্তব্য রাখে প্রেস ব্রিফিং এ যোগদানকৃত বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুরের সাধারণ শিক্ষার্থীদের দাবি এই যে আগামী( ০৫)কর্মদিবসের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর এর জন্য যোগ্য মেরুদণ্ড সম্পূর্ণ,সৎ, ন্যায়পরায়ণ এবং বিশ্বমানের পাঠ পরিকল্পনার সাথে সংযুক্ত এমন একজনকে ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দিতে হবে এবং উল্লেখ্য যে
আগামী দিনগুলোতে শিক্ষার গুণগত মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের নিকট দাবি ও প্রত্যাশা রাখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্যে ভেঙে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো।একে একে ভিসি,প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ অনেকে পদত্যাগ করেন।তাই ক্যাম্পাসে এখন সুষ্ঠু পরিবেশ নেই।