
শরণখোলা উপজেলা প্রতিনিধিঃমোঃ জাকারিয়া শাওন:
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারে ভাড়া বাসায় লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর ) সকালে শরণখোলা থানা সংলগ্ন শাহীনুর বেগমের বাসায় এ ঘটনা ঘটে। লামিয়া আক্তার তিনি উপজেলার রাজৈর গ্রামের বাসিন্দা মোঃ সোহরাব হাওলাদারের মেয়ে।
রায়েন্দা বাজারের শাহীনুর বেগমের বাসায় ভাড়া থেকে তার মায়ের সাথে বসবাস করতেন।জানা যায়,আজ সকালে বাসার আড়ার সাথে ফাঁ*স দিয়ে আ*ত্ম*হ*ত্যা করেন লামিয়া আক্তার। পরে তার মা ময়না বেগম দেখতে পেয়ে চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন এরপর খবর পেয়ে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আজিজের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে কী কারণে কিশোরী আ*ত্ম*হ*ত্যা করেছেন,এ বিষয়ে কিছু জানা যায়নি।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণখোলা থানার সাব ইন্সপেক্টর (এস আই) আজিজ বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে এবং একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।