আরিফ হোসেন রুদ্র (রায়পুর,লক্ষীপুর) :
লক্ষ্মীপুরের রায়পুরে অনেক প্রতিষ্ঠান ত্রান দিলেও ডাক্তার দ্বারা চিসিৎসা সেবা পাচ্ছিলোনা হাজার হাজার পানিবন্দি মানুষ। অনেক শুকনো খাবার সহ বিভিন্ন সহযোগিতা পেলেও পাচ্ছে না চিসিৎসা সেবা ও জরুরী প্রয়োজনীয় ঔষধ। সেই বিষয় বিবেচনায় নিয়ে রায়পুর উপজেলার ৮নং ইউনিয়নের এল, কে,এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত হয়।
এতে পানিবন্দি অসহায় ২শত নারী, পুরুষ, শিশু সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষকে চিকিৎসা প্রদান, সাথে ফ্রি ঔষুধ বিতরন করা হয়। জানা যায়, জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সৌদিআরব শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুরাদ হোসেন বেপারীর সহায়তায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সার্বিক সহযোগিতায় সাথে ছিলো আইডিয়াল মেডিকেল সার্ভিসেস ও সিকদার মেডিকেল হল, মোল্লার হাট বাজার। ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ সাবরিনা ইসলাম ও মোঃ তারেক মাহমুদ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss