কয়রা (খুলনা) প্রতিনিধি : মোঃ আল-আমিন:
দীর্ঘ ৩মাস সুন্দরবন বন্ধ থাকার পর আজ থেকে অনুমতি পত্র নিয়ে বনে প্রবেশ করতে পারবেন জেলা বাওয়ালিরা। সে উপলক্ষে সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্টিত হয়েছে।
রবিবার পহেলা (সেপ্টেম্বর) সকাল ৯ টায় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন অডিটোরিয়ামে ইনিশিয়েটিভ ফর কোস্টাল ডেভেলপমেন্ট ( আইসিডি) এর আয়োজনে ও বন বিভাগের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্টিত হয় ।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আ,ব,ম আব্দুল মালেক। আইসিডি'র প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) মহারাজপুর ইউপি সদস্য আবু সাইদ মোল্ল্যা, নিরপদ মুন্ডা, আশিকুজ্জামান, সুব্রত মুন্ডা জেলে ইসমাইল হোসেন, নুরুল্লাহ, বিল্লাল হোসেন সোলায়মান মোল্ল্যা প্রমুখ।
স্থানীয় জেলা সোলায়মান মোল্ল্যা বলেন, ’সুন্দরবন আমাদের মায়ের মতন’ প্রাকৃতিক দুর্যোগ জলোচ্ছ্বাস ও ঝড় ঝঞ্ঝার সময় সুন্দরবন দক্ষিন অঞ্চলের মানুষের ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। বিভিন্ন সময় বুক চিতিয়ে আগলে রাখে এই সুন্দরবন। সুন্দরবনকে বাঁচিয়ে রাখতে নানান উদ্যোগ নেওয়া হয়ে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাপকভাবে এটা লক্ষণীয়। এক শ্রেণীর অসাধু জেলে বিষ দিয়ে সুন্দরবনে মাছ ও হরিণ শিকারের ফলে দিন দিন সুন্দরবনের জীববৈচিত্র ধ্বংসের পথে। বিষ প্রয়োগে এই মাছ ও হরিণ শিকার রোধে জনসচেতনতা খুবই প্রয়োজন। এ বিষয়ে বনবিভাগের পাশাপাশি বিভিন্ন সমাজিক সংগঠনগুলোরে এগিয়ে আসা দরকার।
আইসিডির প্রতিষ্ঠতা আশিকুজ্জামান (আশিক) বলেন, সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের ফলে ওই মাছ ও পানি খেয়ে বাঘ, হরিণ, ডলফিনসহ বিভিন্ন বন্যপ্রাণী রোগাক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আর ওই মাছ খেয়ে মানুষ ক্যান্সার, কিডনি ও লিভারসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সুন্দরবনের বন্যপ্রাণী সুরক্ষা ও নিজেদের বাঁচতে বনের খালে বিষ দিয়ে মাছ শিকার বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে আ ব ম আব্দুল মালেক বলেন, 'সুন্দরবন মায়ের মতন 'এই বনকে রক্ষা করার দায়িত্ব আমাদের। এই দায়িত্ব পালনে বড় ভূমিকা রাখবে জেলেরা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss