মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে বৈষম্যহীন দুর্নীতি মুক্ত মেধা ভিত্তিক এসো দেশ গড়ি শীর্ষক এক আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে মুক্ত আলোচনা করেছেন সাবেক উপমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
শনিবার (৩১ আগস্ট) বিকেলে লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোকিত লালমনিরহাটের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্দেশ্যে বলেন, বৈষম্যহীন দুর্নীতি মুক্ত দেশ গড়তে মেধার প্রয়োজন আছে। মেধাহীন ব্যাক্তি কখনো দেশের উন্নয়ন বয়ে আনতে পারে না। তাই বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে আগামীতে ছাত্রদেরকেই এগিয়ে আসতে হবে।
এ সময় সাবেক উপমন্ত্রী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরে তাসনিম, লালমনিরহাট জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এ্যাড. মহিউদ্দিন আহমেদ লিমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমনসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss