মাহাবুল ইসলাম পরাগ,গাজীপুর:
গাজীপুরে ওষুধ কারখানার সামনে আন্দোলন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও হরিনহাটি এলাকায় এপেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামে দুটি ওষুধ কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। চাকরি স্থায়ীকরণ, কারখানার কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, শ্রমিকদের চাকরিচ্যুত না করা, দুই দিন সাপ্তাহিক ছুটিসহ ২১ দফা দাবিতে আজ শনিবার সকালে আন্দোলনে নামেন শ্রমিকেরা।
এসময় শ্রমিকদের একটি অংশ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে এক ঘন্টা পর যান চলাচল শুরু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাকরি স্থায়ীকরণ, কয়েকজন কর্মকর্তার পদত্যাগ, বৈষম্যবিরোধী শ্রমিক অধিকার আন্দোলনে অংশ নেওয়া কোনো কর্মীকে পরবর্তী সময়ে কোনো প্রকার হয়রানি বা চাকরিচ্যুত না করাসহ ২১ দফা দাবিতে আন্দোলনে নামেন ওষুধ কারখানার শ্রমিকেরা। এসময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং সড়ক অবরোধ করে রাখেন। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজটে নাকাল হন শত শত যাত্রী।
কারখানার শ্রমিকেরা জানান, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামের ওই কারখানার কর্তৃপক্ষ ১০ বছর চাকরি করা শ্রমিকদের চাকরি এখনও স্থায়ীকরণ করেনি। খাবার ক্ষেত্রেও তাঁদের কর্মস্থলে বৈষম্য রয়েছে। তাঁরা কয়েকজন কর্মকর্তার অবিলম্বে পদত্যাগের দাবিও জানান। এদিকে, চাকরি স্থায়ীকরণ, শ্রমিক ছাঁটাই বন্ধসহ একই দাবিতে হরিণহাটি এলাকায় আন্দোলনে নামে এপেক্স ফার্মাসিউটিক্যাল লিমিটেডের শ্রমিকরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ বলেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তাঁরা সড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাঁদেরকে কারখানার ভেতরে নিয়ে যায়। শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss