আতোয়ার রহমান,টাংগাইল জেলা প্রতিনিধি:
সরকারি-বেসরকারি ছুটির দিনকে কেন্দ্র করে
বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও আপামর সাধারণ জনগণের উপস্থিতিতে গালা বাজারে আয়োজন করা হয় ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল ও বিচারের জন্য আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক, ছাত্র সহ অনেকেই বক্তব্য প্রদান করেন।
সবাই একটাই দাবি করেন ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে হবে।তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে তাদের সন্তানরা যে সরকারি-বেসরকারি চাকরি নিয়েছে তাদেরকে চাকরী থেকে বহিষ্কার করে আইনের আওতায় আনতে হবে।
উপস্থিত বক্তৃতায় বলেন বাংলাদেশে বর্তমানে ৫৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আছে ।
বর্তমানে তাদের মাসিক ভাতার পরিমান ২০ হাজার সেই হিসাবে প্রতিমাসে ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতা বাবদ সরকার কে দিতে হয় ১,১০,০০,০০০ এক কোটি দশ লাখ টাকা। এই টাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ফেরত ও বিচারের দাবি করেন উপস্থিত জনতা।উপস্থিত প্রকৃত মুক্তিযোদ্মারা বলেন ভুয়া মুক্তিযোদ্ধার কারনে নিজেকে এখন অনেক ছোট মনে হয়।
কারন তারা যুদ্ধ না করে ভাতার আশায় মুক্তিযোদ্ধা সেজেছে।সঠিক তদন্তের মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধারের বাতিল ও তাদের সবাইকে বিচারের আওতায় আনার আহ্বান দেশ প্রেমিক মুক্তিযোদ্ধাদের ও দেশের সকাল নাগরিকের।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss