বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে একক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
শুক্রবার (৩০আগস্ট) বিকাল তিনটায় শুরু হয় আলোকচিত্র প্রদর্শনী।এই আলোকচিত্র প্রদর্শনী দুইদিন ব্যাপী প্রদর্শিত হবে।
কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্র নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম আবু সাঈদ। তার বয়স ২৫ বছর।
১৬ জুলাই মঙ্গরবার দুপুর আড়াইটার দিকে ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটেছে।নিহত আবু সাঈদ ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়টির কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।
১৬ জুলাই শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ওইদিনের নিশংস হত্যাকাণ্ড প্রামাণ্য চিত্রের মাধ্যমে তুলে ধরতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর (বেরোবির) সাংবাদিক সমিতির উদ্যোগে দুইদিন ব্যাপী একক আলোকচিত্র ও প্রদর্শনীয় আয়োজন করেছেন।
প্রদর্শনীতে স্থান পেয়েছে ১৬ জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটে যাওয়া সব আন্দোলন ও হত্যাকান্ড, তার সব সাহসিকতার চিত্র, প্রদর্শনীতে স্থান পেয়েছে পুলিশের নিশংস হত্যাকাণ্ড, স্থান পেয়েছে ছাত্রলীগের শিক্ষার্থীদের ওপর হামলার ছবি , আরো স্থান পেয়েছে আবু সাঈদ এর উপর পুলিশের নির্মমগুলি।
আলোকচিত্র দেখতে আসা রাফিয়া জান্নাত নামের এক শিক্ষার্থী বলেছেন, আমরা মিডিয়ার মাধ্যমে ১৬ জুলাই এর হত্যাকাণ্ডের এতগুলো রহস্য জানতে পারিনি কিন্তু এখানে এসে আলোক চিত্রের মাধ্যমে ১৬ই জুলাই কি হয়েছিল তা ছবির মাধ্যমে দেখতে পেলাম।সত্যিই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ভাই অনেক সাহসী ছিলেন।