নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নে মাগুরা মুন্সি পাড়া দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম মোটা অংকের টাকার বিনিময়ে গোপনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসী ।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসা মাঠে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, সেই সময়ের সভাপতি শামসুল ইসলাম ও সুপার রফিকুল ইসলাম অবৈধভাবে মোটা অংকের টাকার বিনিময়ে মাদ্রাসার কয়েকটি ৪র্থ শ্রেণির পদে নিয়োগ দিয়েছেন। আমরা এই অবৈধ নিয়োগের প্রতিবাদে সুপারের পদত্যাগ চাই। সেই সাথে সুপারের অভ্যন্তরীন দুর্নীতি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিচারের দাবি জানাচ্ছি।
আন্দোলন কারীর সমন্বয়ক বাদশা মিয়া বলেন, এই দাখিল মাদ্রাসা টি অতীতে অনেক ভালোই চলছিল। কিন্তু সভাপতি সামছুল ও সুপার রফিকুল ইসলাম দুর্নীতির আখড়া হিসেবে গড়ে তুলেছেন। এজন্য আমরা সবাই তার পদত্যাগের জোর দাবী জানাচ্ছি। অপর একজন সমন্বয়ক লজেন্স বলেন সভাপতি ও সুপারের অন্যায় দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে উঠায় চরম শিখরে পৌছে গিয়েছে যেটা স্থানীয় সকল শ্রেণি পেশার মানুষ আমরা অবগত হয়েছি । এজন্য সুপার রফিকুল ইসলামের দ্রুত পদত্যাগ চাই।
এবিষয়ে সুপার রফিকুল ইসলাম প্রতিষ্ঠানে উপস্থিত না থাকায় সহকারী সুপার খেতাব উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন স্থানীয় কিছু দূস্কৃতি লোক সুবিধা চেয়েছিল না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্তঃবর্তী কালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে সুপার সহ প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। তা খতিয়ে দেখে ব্যবস্থা নিব।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss