আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুর সদর থানাদিন এক নম্বর উত্তর হামছাদী ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট বেলা ১১ ঘটিকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল হাই সহ তিনজনের নাম উল্লেখ করে লক্ষ্মীপুর মডেল থানা একটি অভিযোগপত্র দায়ের করেন তাসলিমা আক্তার নামে একজন ক্ষতিগ্রস্ত নারী।
অভিযুক্ত আব্দুল হাই (৬০) ওই গ্রামের মৃত হোসেন আহাম্মদের ছেলে। অন্যরা হলেন আব্দুল কাদের (৪৩) পিতা মৃত বসিদ উল্লাহ। মোহাম্মদ রুবেল (২৭) পিতা ইউসুফ আলম।
বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর থানা এক নম্বর উত্তর হামছাদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডে (আর এস খতিয়ান ১২৩২ এর দাগ নম্বর ১১৫৮) ১.৭৫ শতাংশ সম্পত্তি খরিদ করিয়া বাদী ভোগ দখল করে আসিতেছে। উক্ত সম্পত্তি নিয়ে বর্ণিত ১ নম্বর বিবাদী আমাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা করলে উক্ত মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত হইতে গত ১০/০১ ২০১৭ ইং তারিখে আমার স্বামীর পক্ষে ভোগ দখলের রায় আসে। যাহার মামলা নম্বর ১৯৬/১৬ ইং। আমরা তখন উক্ত স্থানে মুরগির খোয়ার স্থাপন করিলে বিবাদীগণ তাহা ভাঙচুর করিতে আসলে আমরা মেম্বারের শরণাপন্ন হই। মেম্বার বিবাদীগণকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করিলে বিবাদীগণ সালিস বৈঠকে উপস্থিত হয় নাই।
পরবর্তীতে আমরা ২৮/০৮/২৪ ইং তারিখে উক্ত সম্পত্তিতে পাক ঘর নির্মাণ করি। ওই সময় বিবাদীগণ অজ্ঞাতনামা ২০/৩০ জন বেআইনিভাবে আমার পাক ঘর ভাঙচুর করে এবং আমার উপর অতর্কিত হামলা করে। আমার চিৎকার শুনে আমার মেয়ে সহ ঘটনাস্থলে উপস্থিত হলে বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীগণ পুনরায় আমার উপর দা,চেনী,লাঠি সোটা, এবং পিস্তল নিয়ে অতর্কিত হামলা করে।এলোপাতারী কিল, ঘুষি,লাথি মারিয়া আমাদের সারা শরীরে নীলা ফুলা বেদনাদায়ক জখম করে।
পরবতীতে আমি স্থানীয়দের সহযোগিতা লক্ষীপুর সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা করি। যাহার জরুরি বিভাগের রেজিষ্ট্রেশন নং - ৬৭৫৩/১৩,তারিখ - ২৯/০৮/২৪ইং।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss