আরিফ হোসেন রুদ্র (রায়পুর , লক্ষ্মীপুর) :
লক্ষ্মীপুর বন্যাকবলিত বেশির ভাগ এলাকায় পানি কমতে শুরু করেছে। তবে লক্ষ্মীপুর দু–একটি স্থানে পানি বাড়ার খবর পাওয়া গেছে। সেসব স্থানে পরিস্থিতি খানিকটা অবনতির দিকে। বাড়িঘর থেকে বন্যার পানি না সরায় অনেকে এখনো আশ্রয়কেন্দ্রেই আছেন।
বন্যা উপদ্রুত এলাকায় সরকারি–বেসরকারি পর্যায়ে শুকনা খাবার, পানি, ওষুধপত্র বিতরণ অব্যাহত আছে। তবে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অনেকে ত্রাণ পাচ্ছেন না বলে জানা গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এলাকায় স্থানীয় প্রতিনিধি না থাকায় এবং স্বেচ্ছাসেবীদের উপহার সামগ্রী ( ত্রান) সঠিকভাবে বন্টন না হওয়ায় বন্ঞিত হচ্ছেন অনেকে।
লক্ষ্মীপুরের মান্দারী, বাঙাখা, পার্বতী নগর, দিঘলী, চর শাহী, ভবানীগন্জ, তেয়ারিগন্জ, লাহারকান্দি এবং লক্ষ্মীপুর পৌর কিছু অংশ এখনো পানির নিচে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss