ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি,মোঃঅহিদুজ্জামান লস্কর অপু:
ঘটনা বিবরণে জানা যায় স্বৈরাচার হাসিনা সরকারের পতনে বিজয়োল্লাস উৎযাপনে সৌদি আরব আল কাসিম প্রদেশের শতাধিক বাংলাদেশীরা ৮ই আগষ্ট উট জবাই খাবারের আয়োজন করে। এই খাবারের আয়োজনে মূল উদ্দোক্তা ৮জন বাংলাদেশীকে সৌদি আরবের পুলিশ গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।
সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে তাদের সহকর্মীরা যোগাযোগ করলে সে তাদের সহযোগিতা করতে অস্বীকার করে উপরোক্ত তাদের কার্যক্রমকে সন্ত্রাসী কার্যক্রম বলে অবহিত করে সৌদি আরবের সরকারকে।এই অবস্থায় সৌদি কারাগারে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামের প্রবাসী সাদ্দাম হোসেনের বড় আক্তার হোসেনের জানান, আমরা বিভিন্ন ভাবে যোগাযোগ করছি, সাদ্দামের কপিল সৌদি জানান যেহেতু রাষ্ট্রিয় বিষয় বাংলাদেশ সরকার সৌদি সরকারের সাথে কথা বলে তাদের মুক্ত করার ব্যবস্হা করার কথা জানান।এমতাবস্থায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা সহ সরকারের সকল মহলের দৃষ্টি আকর্ষণ করছি। অতি দ্রুত তাদেরকে ছেড়ে আনার জন্য জোর দাবি জানাচ্ছি।
প্রবাসীর বড় বোন ফরিদা বেগম জানান সাদ্দাম একজন রেমিট্যান্স যোদ্ধা ছাত্র জনতার সরকারের কাছে আবেদন অতিদ্রুত যাতে পদক্ষেপ নেয় আজ বিশ যাবৎ আমার ভাই কারাগারে মানবেতরঅবস্হায় দিন কাটাচ্ছে। পিতৃহীন ছোট ভাই সাদ্দামে শোকে আমার মা বয়স্ক মহিলা অসুস্থ হয়ে পড়েছে ।
ফ্যসিষ্ট হাসিনার পতনের পর যে সব জায়গায় বিজয়োল্লাস করতে গিয়ে প্রবাসীরা কারাগারে বন্দী জীবন যাপন করছে তাদের অতি দ্রুত তাদেরকে মুক্ত করতে সরকারের প্রতি আহবান জানান এলাকার জনপ্রতিনিধি গণ্যমান্যব্যক্তিবর্গ রাজনৈতিক নেতারা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss