মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছেন বিজিবি। যার আনুমানিক বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা,জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ( সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৮ আগস্ট বুধবার ভোর রাতে ভারতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বিরামপুর সীমান্তের দাউদপুর বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার নুরুল আমিনের নির্দেশনায় কমান্ডার নায়েক আসাদ আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাদেশ সীমান্তের দক্ষিণ দাউদপুর এলাকায় অভিযান চালান। এসময় সীমান্ত এলাকা ঘটনাস্থল থেকে মালিক বিহীন অবস্থায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেন।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ জানান, বুধবার ভোর রাতে বিরামপুর সীমান্তের দক্ষিণ দাউদ পুর এলাকায় অভিযান চালিয়ে দু'টি কাঁচের জারে প্রায় ৩ কেজি ৬০১ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২৩ কোটি ৪০ লাখ ৪৫ হাজার টাকা। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান,মাদকদ্রব্য সহ অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি'র অভিযান অব্যাহত রয়েছে।।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss