কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
দীর্ঘদিনের বন্যার তাণ্ডবের পর কুমিল্লার ‘দুঃখ’ খ্যাত গোমতী নদীর পানি অবশেষে বিপৎসীমার নিচে নেমে এসেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সোয়া ১১টার দিকে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃষ্টিপাত কমে যাওয়া এবং উজানের ঢল না নামায় গোমতী নদীর পানি ক্রমশ কমতে থাকে। বর্তমানে নদীটির পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।
উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল গোমতী নদীর পানি। ফলে নদীর বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া এলাকার বাঁধ ভেঙে লোকালয়ে পানির প্রবাহ বাড়ে। ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়।
বাঁধ ভাঙার পর থেকে ক্রমান্বয়ে কমতে থাকে গোমতীর পানি। মঙ্গলবার রাত ৯টার দিকে বিপৎসীমার সমান হয় এ নদীর পানি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss