এম ফজলুর রহমান খালেদ( হবিগঞ্জ জেলা প্রতিনিধি):
স্বাধীনতার প্রায় ৫৩ বছর পেরিয়ে গেলেও আজও উন্নয়নের ছুঁয়া লাগেনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া গ্রামে।
রাস্তাঘাটসহ নানান অবকাঠামোগত উন্নয়ন যেনো এখানে একেবারেই অধরা।
বর্ষায় এই গ্রামের রাস্তা থাকে চলাচলের অনুপযোগী।
মানুষ অসুস্থ হলে এভাবেই রোগী বহন করে নিয়ে যাওয়া হয়। ২০২৪ সালে এসে এমন ছবি দেখার জন্য প্রস্তুত ছিলাম না।তাই সংশ্লিষ্ট মহলের মাধ্যমে এই গ্রামের রাস্তার করুন দশা হতে উত্তোরন চায় গ্রামের শান্তিপ্রিয় সাধারণ মানুষজন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss