মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
“মানবতার সেবা,দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা”
এই ভিশন কে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন কর্মী সম্মেলন ২৬ আগস্ট,সোমবার মগধরা স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মোহাম্মদ সবুর খাঁন এর সভাপতিত্ব ও মোহাম্মদ শাহেদ খাঁন এর সঞ্চালনায়
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলার সম্মানিত আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ সাহেব উক্ত প্রোগ্রামে দারসুল কোরআন পেশ করেন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা সেক্রেটারি মাওলানা আবু তাহের,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ জাফর ইকবাল,কর্ম ও শুরা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ ইসমাইল হোসাইন, সাবেক সভাপতি বাংলাদেশ ই সলামী ছাত্রশিবির,,চট্টগ্রাম উত্তর জেলা । শরিফ মোহাম্মদ সাইফুল্লাহ, সহ-সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়ন ,। মোহাম্মদ মহসিন, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ০৬ নং ওয়ার্ডপ্রমুখ।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক ও দৈনিক প্রথম বাংলা, দৈনিক আইবার্তা ও সিটিজি ক্রাইম টিভির সন্দ্বীপ প্রতিনিধি রিদুয়ানুল বারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়নের কর্মী ও সকল স্তরের সমর্থকবৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন -মাওলানা মোস্তানছির বিল্লাহ রুকন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা।