শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :

গাজীপুরে বাণিজ্যিক ভবনে হামলা চালিয়ে জমি দখল, আহত ৫

  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View

মাহাবুল ইসলাম পরাগ,গাজীপুর:

টঙ্গীতে ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডে (সিডিএল) হামলার ঘটনায় আহত একজন।
গাজীপুরের টঙ্গীতে একটি বাণিজ্যিক ভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও জমি দখলের অভিযোগ উঠেছে। এসময় পাঁচজন আহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে স্টেশন রোড এলাকার ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড (সিডিএল) নামের প্রতিষ্ঠানটিতে হামলা চালায় শতাধিক দুর্বৃত্ত।

হামলার পরে ওই ভবনের সামনে মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনির অনুসারী কর্মীরা এ হামলা ও ভাঙচুর চালিয়েছে।

এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় প্রতিষ্ঠানের চিফ অপারেশনস অফিসার (ল্যান্ড অ্যান্ড লিগেল) হোসনে আরা একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, ২০০৭ সালে স্টেশন রোড এলাকায় ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড প্রতিষ্ঠান একটি বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু করে। নির্মাণকাজ শেষ হলে ২০২৩ সালে স্থানীয় জয়নাল সরকার নামে এক ব্যক্তি ওই ভবনের মূল ফটকের সামনের অংশে ১৭ শতাংশ জমি তাদের ওয়ারিশদের বলে দাবি করে আসছিলেন। তবে সড়ক ও জনপদ বিভাগ ওই জমি তাদের দাবি করে এবং উচ্চ আদালতে এ নিয়ে একটি মামলা দায়ের করে, যা বিচারাধীন রয়েছে।

থানার অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার স্থানীয় জয়নাল সরকার ও মানিকসহ কয়েক শতাধিক দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে সিডিএল ভবনের সামনের সীমানা প্রাচীর ভেঙে ফেলে। একপর্যায়ে তারা প্রতিষ্ঠানের চিফ অপারেশনস অফিসার (ল্যান্ড অ্যান্ড লিগেল) হোসনে আরাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পিকআপে করে ভেঙে ফেলা সীমানা প্রাচীরের টিন, রডসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের হামলায় প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ ৫/৬জন কর্মী আহত হয়েছে।

ক্যাপিটাল ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের (সিডিএল) চিফ অপারেশনস অফিসার (ল্যান্ড অ্যান্ড লিগেল) হোসনে আরা বলেন, ‘গতকাল রোববার রাতে টঙ্গী সরকারি কলেজের সাবেক ভিপি পরিচয় দিয়ে এক ব্যক্তি লোকজন নিয়ে এসে আমাদের প্রতিষ্ঠানের সীমানা প্রাচীরে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনির একটি ব্যানার লাগিয়ে যায়। সোমবার সকালে আমি অফিসে আসলে কয়েকশো লোক আমাকে অবরুদ্ধ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে সীমানা প্রাচীর ভেঙে মালামাল লুট করে নিয়ে যায় এবং মালিকানা দাবি করে একটি সাইনবোর্ড লাগিয়ে দেয়। এর আগেও বেশ কয়েকবার জয়নাল সরকার ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়েছিল। বিষয়টি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা এবং মালিকপক্ষকে জানানো হলে বিএনপির একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

ঘটনার বিষয়ে সরকার শাহনূর ইসলাম রনির মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এছাড়াও মালিকানা দাবি করে লাগানো সাইনবোর্ডে উল্লেখিত ইকবাল আরাফাত ও সাইদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল করিম বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। পরে সিডিএল কর্তৃপক্ষ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102