মাহাবুল ইসলাম পরাগ,গাজীপুর:
গাজীপুর সিটি করপোরেশন ৩৭ নং ওয়ার্ডের আলহাজ্ব মোঃ আব্দুল রহমান মাষ্টার কুনিরা সুরুজ আলীর রহমানি মাদ্রাসা এতিমখানায় প্রতিষ্ঠা সকাল ৭.৩০ মিনিটে গাজীপুর ৩৭ নং ওয়ার্ডের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহী ওয়া ইন্নাল ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি আট সন্তান গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর । উনি পলাশুনা,পাগার ,সাঁতাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দীর্ঘদিন কমস্থলে নিয়োজিত ছিলেন।
জানা গেছে, ২৭ আগস্ট ২০২৪ খ্রিঃ মঙ্গলবার ট্রাউজার ওয়ার্ল্ড লিমিটেডের অপর পাশে মাঠে ২.টা ১০ মিনিটে জানাজা নামাজে শেষের মরহুমের লাশ গাজীপুর ৩৭ নং ওয়ার্ডের কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।মরহুমে বড় ছেলে ৩৭ নং ওয়ার্ডের বিএনপি যুবদলে সভাপতি মোঃ আসিফুল ইসলাম অভি বক্তব্য রাখেন ওনার বাবার জন্য দোয়া আত্মার মাগফিরাত কামনায় জন্য সকলের কাছে আহ্বান করেন। মরহুমে জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাহিম মাষ্টার ৩৭ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি হাজী শুকুর আলী সাবেক সাধারণ সম্পাদক আওল সরকার বিএনপি ৩৭ নং ওয়ার্ডের সহ-সভাপতি আলতাফ হোসেন উসুফ।
সাবেক কাউন্সিলর গাজী সুবহানা আলী বিশিষ্ট ব্যবসায়ী হাজী আজিজ হোসেন বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আসাদুজ্জামান সেলিম হাজী আসাদুজ্জামান সুমন এবং নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss