মাসুদ রানা,লালপুর উপজেলা প্রতিনিধি:
ছাত্র ও জনতা মিলে ছাত্রলীগের ফারুককে ধরে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিল। এই ফারুক গোপালপুরে বিভিন্ন দোকানে চাঁদা বাজি ও ডাকাতিতে জরিত।
গত ০৩-০৮-২০২৪ খুনি হাসিনার পদত্যাগের আগে গোপালপুর পৌরসভার সাধারন শিক্ষাথীরা ১ দফা দাবীতে রাস্তায় নামলে এই ফারুক তার দল নিয়ে ছাএজনতার উপর ভারি অস্ত্র নিয়ে হামলা করে।।এতে ৩ জন ছাএ গুরুতর আহত হয়ে উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেয়।পরে সে ৩ পরিবার থেকে ২০ হাজার করে টাকা দেওয়ার জন্য ৩ দিন সময় দেয় ফারুক।। ০৫-০৮-২০২৪ তারিখে শেখ হাসিনা পদত্যাগ করলে সে এলাকা থেকে পালিয়ে যায়।
আজ ২৬-০৮-২০২৪ তারিখে আনুমানিক বেলা ১টার দিকে তাকে গোপালপুর বাজারে সাধারণ ছাএরা সহ জনগন গনধোলায় দিয়ে তাকে সেনাবাহিনির হাতে তুলে দেয়।।।