এম ফজলুর রহমান খালেদ:
হবিগঞ্জের চুনারুঘাটে গাজীপুর ইউনিয়নে খোয়াই নদীতে নিখোঁজ হয়ে নিহত শামসুল হকের পরিবারের পাশে দাড়ালেন চুনারুঘাট উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। আজ সোমবার ২৬ আগষ্ট তার স্ত্রী ও তিন সন্তানকে দেখতে যান চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর।
এসময় তাদের হাতে ত্রাণ ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজুর রহমান কাজল, ৩ নং দেওর গাছ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক উপজেলা বিএনপি নেতা জুবায়ের কবির চৌধুরী,উপজেলা বিএনপি নেতা ফজলুর রহমান খালেদ,আব্দুল মতিন, মামুনুর রশীদ তালুকদার, ২ নং আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান শামীম,বিএনপি নেতা হাজী আব্দুছ ছত্তার,১ নং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ দেলোয়ার কবির, বিএনপি নেতা জহিরুল আলম চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব কাউনসিলর লুৎফর রহমান জালাল,যুগ্ম আহবায়ক শফিক মহালদার,সৈয়দ আবু নাঈম হালীম, রফিক তালুকদার,নাসির উদ্দীন , ১ নং গাজীপুর ইউনিয়ন যুবদল নেতা শামীম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য: গত ২০ শে আগষ্ট রোজ মঙ্গলবার চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সহ সাংগঠনিক ও ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ শামসুল হক ভোর বেলায় খোয়াই নদীতে মাছ ধরতে গিয়ে বন্যার পানির স্রোতে ভেসে যান তার পর আজ পর্যন্ত আর খোঁজ পাওয়া যায়নি।